সেবা ডেস্ক: আগামীকাল ১৫ আগষ্ট, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ধানমন্ডি ৩২ ছাড়াও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত থাকবে সাধারণের জন্য। শ্রদ্ধা নিবেদনের জন্য আসা সাধারণ জনগণকে পুলিশকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এলাকাগুলোতে সব ধরনের গাড়ি চলাচল সীমিত ও পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু সমগ্র মহানগরে বিভিন্ন কর্মসূচি থাকবে সেখানেও আয়োজকদের সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।