সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম:লক্ষনীয় বিষয়

S M Ashraful Azom
0
Social media: Significant issues
শামীম তালুকদার: প্রযু‌ক্তির ডি‌জিটাল বি‌শ্বে আজ প্রিন্ট ই‌লেকট্র‌নিক মি‌ডিয়ার পাশাপা‌শি এখন য‌েমন অনলাইন মি‌ডিয়া শক্ত জায়গা ক‌রে নি‌য়ে‌ছে, একইভা‌বে বি‌ভিন্ন সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম মূল ধারার ঐসব সংবাদ মাধ্যমকে চ্যা‌লেঞ্জ জানা‌চ্ছে; সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব, ইন্সটাগ্রাম ইত্যাদিকেই বুঝি।

ইহা ছাড়াও আকা‌ডে‌মিয়া,‌ বে‌বো, ই‌ল্লো,‌ হে‌ব্বো, হাই ফাইভ(hi5) ইত্যা‌দি এ গু‌লি বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শে উদ্ভা‌বিত এবং সেসব দে‌শে খুব জন‌প্রিয়।  যেমন বাংলা‌দে‌শেরও এক‌টি ‌নিজস্ব সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম র‌য়ে‌ছে প্রথম‌দি‌কে অ‌নে‌কে একাউন্ট খোল‌লেও বর্তমা‌নে তেমন জন‌প্রিয়তা পায়‌নি ফেসবু‌কের প্র‌তি মানু‌ষের অ‌তিআস‌ক্তির কার‌ণে হয়ত ফেসবুক সৃজনশীলতা প্রদর্শ‌নে অ‌নেক এ‌গি‌য়ে থাকার কার‌ণে।
আবার বাঙা‌লির নিজস্ব জি‌নি‌সের চে‌য়ে বি‌দে‌শি আসক্ত‌ি আ‌রেকটি কারণত আ‌ছেই। আ‌রেক‌টি উদাহরণ hi5 সামা‌জিক যোগ‌যোগ মাধ্যম‌টি আমা‌দের দ‌ক্ষিণ এ‌শিয়ার এক‌টি দেশ নেপা‌লে খুবই জন‌প্রিয় একইসা‌থে থাইল্যান্ড,পতুর্গাল,ম‌ঙ্গো‌লিয়া,ল্যাটিন আ‌মেরিকায় জন‌প্রিয়তা অ‌নেক বে‌শি ত‌বে তা আ‌মে‌রিকা বা যুক্তরা‌জ্যে তেমন জন‌প্রিয় নয়।
এমন‌কি ফেসবুকও আ‌মে‌রিকা‌তে জন‌প্রিয়তা ধ‌রে রাখ‌তে পা‌রে‌নিএক‌টি প‌রিসংখ্যান জানা যায়।বৈ‌শ্বিক সাম‌গ্রিক সমীক্ষায় জন‌প্রিয়তায় আ‌মেরিকান মার্ক জোকারবার্গ উদ্ভা‌বিত ফেসবুক অন্যতম। বি‌শেষ ক‌রে উন্নয়নশীল, স্বল্পউন্নত দেশগু‌লো‌তে এর জন‌প্রিয়তা আকাশচু‌ম্বি। জন‌প্রিয়তায় অন্যান্য সোসাল ক‌মিউ‌নি‌কেশন মি‌ডিয়ার ‌চে‌য়ে ফেসবুক অ‌নেক অ‌নেক গু‌নে এ‌গি‌য়ে । বাংলা‌দে‌শেও ফেসবুক তুমুল জন‌প্রিয় মাধ্যম। এ জন‌প্রিয় মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে কোন ধর‌ণের আইন/নী‌তিমালা একসময় না থাক‌লেও অপব্যবহারজ‌নিত কার‌ণে কিছু বি‌ধি‌ নি‌ষেধ আ‌রোপ করা হ‌চ্ছে ইদা‌নিং।
এ মাধ্যম সম্পূর্ণ ব্যক্তির একান্ত বিষয়/তার নিজস্ব চিন্তাভাবনা,‌দৈন‌ন্দিন কাজকর্ম তার বন্ধু‌দের জানা‌নোর/‌যোগা‌যোগ রক্ষার এক‌টি মাধ্যম হিসা‌বেই বি‌বে‌চিত ছিল এত‌দিন। রা‌ষ্ট্রের মূল স্তম্ভ/সাং‌বিধা‌নিক বাধ্যকতার বিষয়,অ‌ন্যের ব্য‌ক্ত‌িগত বিষয় নি‌য়ে সম্পূর্ণ নীতিহীন ব্যপ‌রোয়া আচরণ সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে প‌রিল‌ক্ষিত হয় বাংলা‌দে‌শের ব্যবহারকারী‌দের ম‌ধ্যে ইহার কারণ চিন্তাশ‌ক্তি,‌ধৈর্য্য,সহনশীলতা কম হওয়ার কার‌ণে বলে মত অ‌নে‌কের।যা হোক সেটা অন্য আ‌লোচনার বিষয়,নেট দু‌নিয়ায়,পত্রপ‌ত্রিকায় বা বি‌ভিন্ন বই‌য়েও ফেসবুক এর মত সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ব্যহা‌রের নিয়মকানুন সুন্দরভা‌বে লি‌পিবদ্ধ র‌য়ে‌ছে সেখান থে‌কে তা জানা সম্ভব ত‌বে আজ ফেসবুক ব্যবহা‌রের ক্ষেত্র‌ে কিছু নিয়ম কানুন বা ব্যবহা‌রিতজ‌নিত লক্ষনীয় বিষয় নি‌য়েই লিখার চেষ্টা।

ফেসবুক ব্যবহার কর‌তে নি‌ম্নোক্ত কাজগু‌লির প্র‌তি খেয়াল রাখা আবশ্যক।

১। অপরিচিত কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো/গ্রহণ হতে বিরত থাকাই উচিৎ।

২। ফেবু ফ্রেন্ড মা‌নেই ফ্রেন্ড হিসা‌বে গণ্য করে সে মোতা‌বেগ আচরণ অগ্রণ‌যোগ্য।‌যেমন মোস্ট সি‌নিয়র/‌মোস্ট জু‌নিয়র এর পো‌স্টে/‌শেয়ারকৃত বিষ‌য়ে মন্তব্য/ক‌মেন্টস করার ক্ষে‌ত্রে স‌বোচ্চ সতর্কতা আবশ্যক।

৩। পো‌স্ট/‌শেয়ারকৃত বিষ‌য়ে লাইক/‌রিএ্যাক্ট এর ক্ষে‌ত্রে অবশ্যই প্রাস‌ঙ্গিক হ‌ওয়া চাই।

৪। ‌অপ্রাস‌ঙ্গিক বিষয়যুক্ত সে‌ল্ফি/যত্রতত্র সে‌ল্ফি ছ‌বি আপ‌লোড নি‌জের পা‌সোনা‌লি‌টি ঘাট‌তি ও অ‌ন্যের বির‌ক্তির কারণ হ‌তে পা‌রে।

৫। নির্ভর‌যোগ্য আই‌ডি না হ‌লে/ফেইক আই‌ডি হ‌লে এভ‌য়েড করাই যু‌ক্তিসঙ্গত।

৬। নানা না‌মে বি‌শেষ ক‌রে বিপরীত ‌লি‌ঙ্গের না‌মে আই‌ডি হ‌তে স‌বোচ্চ সতকতা প্র‌য়োজন। বি‌ভিন্ন ধর‌ণের সমস্যায়/প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

৭।নি‌জে কোন নতুন আইড‌ি খোল‌লেও অবশ্য নি‌জের না‌মের কোন অংশ থাকা উ‌চিৎ এ‌তে সহ‌জে যেন প‌রি‌চিত জনরা চিন‌তে পা‌রে এটা নৈ‌তিকতা সং‌শ্লিস্টব্যপার।

৮। মে‌সেজ পাঠা‌নোর ক্ষে‌ত্রে এটা ম‌নে রাখাউ‌চিৎ যে রেসপন্স পাব ত‌বেই সে‌সেজ পাঠা‌নো উচিৎ। সবাই‌কে/১০০ জন‌কে সেন্ড করুন না কর‌িলে  বিপদ/আবার সেন্ড ক‌রি‌লে নেকী এ জাতীয়সহ আরো অ‌রেক আ‌বেদন,‌নি‌বেদন করা থে‌কে বিরত থাকা কাম্য।

৯।‌বি‌ভিন্ন ধর‌নের গ্রু‌পে/‌পেইজ্্জে‌য়েন কর‌তে সেখা‌নের ‌বিষয়,নিয়মসমূহ দেখে ত‌বে যোগ দেওয়া প্র‌য়োজন।

১০। আবার খুব বে‌শি গ্রুপ/‌পেইজ  এ জ‌য়েন থাক‌লে পরবতী‌তে গুরুত্বপূর্ণ ‌কোন গ্রু‌পে/‌পেইজ এ  যুক্ত হওয়া সম্ভব নাও হ‌তে পা‌রে।

১১। কাউ‌কে,‌কোন গো‌ষ্ঠি,মহল‌কে অ‌হেতুক উ‌দ্দেশ্য ক‌রে সন্মান হা‌নি ক‌রে পোস্ট,ক‌মেন্টস করার এক‌টি অসুস্থতা দেখা যায় সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে, এটা গ‌র্হিত পযা‌য়ের কাজ;সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে অসামাজ‌িক কমর্কান্ড নৈতিকতায় প্রশ্ন‌বিদ্ধ যেন না হয় সে দি‌কে গভীর ম‌নো‌যোগ থাকা দরকার।

আবার সবার ব্য‌ক্তিত্ব যেমন সামা‌জিক চলা‌ফেরায় দৃশ্যমান হয় তেম‌নি সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মেও নি‌জের ব্যক্তি‌ত্বের কর্মকা‌ন্ডের ই‌তিবাচক দিক প্রকাশ করার সু‌যোগ র‌য়ে‌ছে। সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মের ভাল দিকগুলো চর্চা করার মাধ্যমে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আরও সুস্থ ধারায় আসতে পারে। সৃজনশীল ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সত্যিকার অর্থেই সার্থক হতে পারে।  সর্ব‌োপরি  যে কোন সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ব্যবহার ক‌রে সামা‌জিক হতে হ‌বে, সামা‌জিক থাক‌তে প্রচেষ্টা অব্যাহত রাখ‌তে হ‌বে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top