রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: বিশ্ব শান্তির কামনায় শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোটের পৃথক ব্যানারে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী।
বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের উত্তর বাজার রোডের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সামনে থেকে উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য সাজে বের হয় শোভা যাত্রা। অপরদিকে পৌর শহরের পুরাতন সিএনজি ষ্টেশনের পাশে জাতীয় হিন্দু মহাজোটের কার্যালয়ের সামনে থেকে জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে বর্ণাঢ্য সাজে বের হয় শোভা যাত্রা। পৃথক দুটি শোভা যাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
পূজা উদযাপন পরিষদের ব্যানারে শোভা যাত্রায় নেতৃত্ব দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার দত্ত। এতে অংশ গ্রহণ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজন কুমার দাস, সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস, পৌর শাখার সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক দিপন সোম, হিন্দু ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি রতন কুমার সাহা ও সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার বিশ্বাসসহ বিভিন্ন বয়সের নারী পুরুষ ও শিশুরা।
এদিকে জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে শোভা যাত্রায় নেতৃত্ব দেন জেলা হিন্দু মহাজোটের সভাপতি সুবীর চন্দ্র দে। এতে অংশ গ্রহণ করেন জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা শাখার সভাপতি সেতু কুমার সাহা, সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ সাহা রবি, লিটন চন্দ্র পাল, যুব মহাজোটের সভাপতি লিটন প্রসাদ রায়, সাধারণ সম্পাদক বিশ্বজিত কুমার মহন্ত ও গোপিনাথ বর্মনসহ দুই শতাধিক নারী পুরুষ ও শিশুরা। র্যালী শেষে পৃথকভাবে রাধা গোবিন্দ মন্দির চত্তরে ও জাতীয় হিন্দু মহাজোটের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর নানা দিক তুলে ধরে বক্তব্য দেন। পরে দেশের চলমান ডেঙ্গু রোগ প্রতিরোধসহ মানব কল্যাণে প্রার্থনা করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।