সেবা ডেস্ক: রাজধানী ঢাকা গুলশান এলাকায় একটি বাড়ির ছাদে নোংরা পরিবেশ এবং এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পাশপাশি এ ঘটনায় বাড়ির তত্ত্বাবধায়ককে ৭ দিনের জেলে দিয়েছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ৩টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ডিএনসিসি সূত্রে জানা যায়, গুলশান-২ এর ৪৪ নং রোডের এন ডাব্লিউ বি ২৮(১১৯) প্লট এর ছাদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএনসিসি। এ সময় প্রচুর এডিস মশার লার্ভা এবং এডিস মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া যায়। এছাড়া বাড়ির ছাদের পরিবেশও ছিল অত্যন্ত নোংরা। সেখানে পানি জমে থাকা প্রচুর মাটির পাত্র, ছাদে এবং ড্রেনে জমে থাকা পানি, আগাছার জঙ্গল, পরিত্যক্ত খোলা টিন, কমোড ইত্যাদি পাওয়া যায়।
জানা যায়, এসব স্থানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া যায়। এসব অপরাধে বাড়ির মালিককে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশপাশি বাড়ির তত্ত্বাবধায়ককে কাজের গাফলতির জন্য সাত দিনের জেল দেয়া হয়েছে।
এদিকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।