নরসিংদীতে ১৪০টি টেঁটা ও ৬২টি তাজা বোমা উদ্ধার

S M Ashraful Azom
0
Narsingdi rescues 3 Tata and 12 fresh bombs
সেবা ডেস্ক: নরসিংদী জেলার চরাঞ্চলে টেঁটা যুদ্ধ বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় ৬২টি তাজা বোমা, ১৪০টি টেঁটা ও ৫টি রাম দা উদ্ধার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার দুপুরে শহর পুলিশ ফাঁড়িতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার, নরসিংদী জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহোদয় জানায়, আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে সোমবার রমন গ্রুপের জাকির ও কাছম আলী গ্রুপের হাসানের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় ১০ থেকে ১৫টি বাড়ি ঘরে ভাংচুর চালানো হয়। এরই জের ধরে টেঁটা, বল্লম, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে দু'পক্ষ সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রস্তুতি নেয়। খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাহেদ আহামেদ ও নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সৈয়দুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দক্ষ টিম সদরের চরাঞ্চল খোদাদিলা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৬২টি তাজা বোমা, ১৪০টি টেঁটা ও ৫টি রামদা উদ্ধার করেন। পরে ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে বোমাগুলো নিস্ক্রিয় করেন।

পুলিশ সুপার মহোদয় আরো বলেন, আইন শৃংখলা বিনষ্টকারী অস্ত্রবাজ, টেঁটাবাজ, বোমাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অবস্থান। যে ব্যক্তি নিষিদ্ধ এই সব জিনিসপত্র বহন করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top