জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি: ছোটবেলা থেকেই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অগাধ ভালবাসা ছিল তার। প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও তার আদর্শ বুকে ধারন করে রেখেছেন। সুযোগ পেলে বঙ্গবন্ধুকে নিয়ে কিছু করার চিন্তা ছিল সব সময়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আর ভালবাসার কারণেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। তিনি হলেন জমালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু।
ছাত্র রাজনীতির এক পর্যায়ে ২০১৫ সালে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহমুদুল আলম বাবু। তরুন এই রাজনীতিবিদ ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পেয়ে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করেন।
২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়ন থেকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে থাকেন। মুক্তিযুদ্ধের প্রতি প্রবল শ্রদ্ধা রেখে তিনি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সকল মুক্তিযোদ্ধাদের নামে তালিকা পাথর দিয়ে খোদায় করে স্থাপন করেন।
শুধু তাই নয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অগাধ ভালবাসা ও শ্রদ্ধা রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করেছেন। নিজের অর্থায়নে লাখ টাকা খরচ করে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি নির্মাণ করেন তিনি। এই প্রতিকৃতিটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বলেন, বঙ্গবন্ধুকে ভালবেসে তার প্রতিকৃতি স্থাপন করেছি। অনেক দিনের ইচ্ছার প্রতিফলন হওয়ায় নিজেকে ধন্য মনে করেন এই চেয়ারম্যান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।