সেবা ডেস্ক: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সন্বলিত একটি টেরাকোটার ‘ইতিহাস আমার অহংকার’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আজ বুধবার সকালে আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনের দক্ষিণ-পূর্ব পাশের দেয়ালে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত এই টেরাকোটার উদ্বোধন করেন তিনি।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং গলফ ক্লাব এর সন্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের রূপকার ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সন্বলিত টেরাকোটা ‘ইতিহাস আমার অহংকার’-এ বাংলাদেশর অভ্যুদয় ইতিহাস, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ছয় দফা, ৭ই মার্চের কালজয়ী ভাষণ, স্বাধীনতা যুদ্ধের খন্ড চিত্র এবং এই সকল কার্যক্রমের ইতিহাস ফুটে উঠেছে। ভাস্কর্য শিল্পী মৃণাল হক আর্মি গলফ ক্লাবের দেয়ালে শিল্পকর্মটি নির্মাণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।