আবারও উত্তপ্ত পাকিস্তান-ভারত সীমান্ত

S M Ashraful Azom
0
Heated Pakistan-India border once again
সেবা ডেস্ক: আবারও পাকিস্তান ও ভারত সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী বিনা উস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওপর গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছে ভারত। নতুন করে সংঘর্ষের ফলে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় জম্মু কাশ্মীরের রাজৌরি সীমান্তে এই সংঘর্ষ ঘটে বলে ভারত জানিয়েছে। তারা জানায়, রাজৌরির সুন্দরবানি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হঠাৎ করেই হামলা চালায় পাক সেনারা। তারা ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে। জবাব দিতে ভারতীয় জওয়ানরাও পাল্টা হামলা চালায়। তবে দু’পক্ষের সংঘর্ষে কোনো প্রাণহানীর খবর এখনও পাওয়া যায়নি। - খবর টাইমস অব ইন্ডিয়া।

ভারতের অভিযোগ, পাকিস্তান এমন সব অস্ত্র ব্যবহার করছে যা সাধারণত যুদ্ধে ব্যবহার করা হয়। সীমান্তের কাছাকাছি বসতি এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ফলে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top