সেবা ডেস্ক: লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর ফুঁসে উঠেছে। দূর্যোপূর্ণ আবহাওয়ায় সাগরে জাল ফেলতে না পেরে শত শত ফিশিং ট্রলার উপকূলের বিভিন্ন এলাকায় নিরাপদে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার সকালে সাগর থেকে ফেরার সময় প্রবল ঢেউয়ের আঘাতে ১১ জন জেলেসহ এফবি রহমান-২ নামের ইলিশ বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারের জেলেদের জীবিত উদ্ধার করা হলে ও ট্রলারটি নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি শরণখোলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের মৎস্য ব্যবসায়ী আফজাল পহলানের বলে জানা গেছে।
বাগেরহাট জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি ও জাতীয় মৎস্য সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন জানান, আবহাওয়া খারাপ হওয়ায় গত সোমবার থেকেই গভীর সমুদ্রে অবস্থানরত ট্রলারগুলো ফিরতে শুরু করে। প্রবল ঢেউয়ে টিকতে না পেরে উপকূলের কাছাকাছি থাকা কয়েকটি ট্রলার মঙ্গলবার সকাল ১০টার দিকে ফিরে আসার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা, কচিখালী ও পক্ষীদিয়া চরের মাঝ বরাবর সাগরের আড়–য়াদিয়া এলাকায় পৌঁছলে এর মধ্য থেকে এফবি রহমান-২ ডুবে যায়। ট্রলারের ১১জন জেলেকে ভসমান অবস্থায় এফবি জিসান ও এফবি সুমাইয়া নামের দুটি ট্রলারের জেলার উদ্ধার করতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক আফজাল পহলান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ট্রলার ডুবিতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এফবি রহমান-১ ও এফবি মাহিনুর নামের দুটি ট্রলার ওইদিন বিকেলে ঘটনাস্থলে রওনা হয়েছে। দুই ট্রলারে ৩০ জন লোক ডুবে যাওয়া ট্রলারের সন্ধান করছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।