সেবা ডেস্ক: টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম কর্তৃক মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকুরি পেয়ে মহাখুশী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ১৩ তরুণ-তরুণী। চাকুরীপ্রাপ্তরা সবাই উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর অতিদরিদ্র পরিবারের সন্তান।
গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাতে গোপালপুর থানা চত্বরে, পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত এই ১৩ তরুণ-তরুণীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, থানান ওসি (তদন্ত) কাইয়ুম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
চাকুরীপ্রাপ্তরা হলেন, ধোপাকান্দি ইউনিয়নের কামদেববাড়ী গ্রামের ফরিদুল হাসান রিফাত এবং জোতগোপাল গ্রামের রফিকুল ইসলাম। হেমনগর ইউনিয়নের নারুচী গ্রামের মো. তানজিল আহাম্মদ, ভোলারপাড়া গ্রামের পপি খাতুন এবং হেমনগর গ্রামের সুজন ইসলাম। মির্জাপুর ইউনিয়নের পূর্বনুঠুরচর গ্রামের মো. শাকিল মিয়া, নুঠুরচর গ্রামের আখি এবং মির্জাপুর নয়াপাড়া গ্রামের সজিব হাসান। আলমনগর ইউনিয়নের কুমুল্লী গ্রামের মো. রনি হোসেন এবং মান্দিয়া গ্রামের মো. ইমরান হোসেন। পৌরসভার ভূয়ারপাড়া গ্রামের ইয়ানুর হোসেন, গাংগাপাড়া গ্রামের মোছা. সোনিয়া এবং সূতী বলাটা গ্রামের রুনা খাতুন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।