রৌমারীতে বন্যায় যোগাযোগ লন্ডভন্ড দ্রুত সংস্কারের দাবী

S M Ashraful Azom
0
Flooding floods demand rapid reforms
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এবারের ভয়াবহ বন্যার পানি নেমে যাওয়ায় জেগে উঠেছে রাস্তাঘাট। দেখা যাচ্ছে রাস্তার ভাঙ্গার লন্ডভন্ডের চিত্র। ব্রম্মপুত্র, সোনাভরি, হলহলিয়া ও জিঞ্জিরাম নদের পানির প্রচন্ড ¯্রােতে লন্ডভন্ড হয়ে ধ্বংসে পরিণত হয়েছে উপজেলার ৬টি ইউনিয়নের উপজেলার সাথে সংযোগকারী প্রায় সব গুলি রাস্তাঘাট। ফলে অনেক রাস্তায় নৌকা বা ভেলা ছাড়া চলাচলে এখনো যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোন কোন এলাকায় নিজ উদ্দ্যোগে এলাকার মানুষের কাছে বাঁশ উঠিয়ে কোন ভাবে একটি দুটি বাঁশ দিয়ে হালকা করে সাঁকো তৈরী করে স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ সকলের যাতায়াত এবং ভেঙ্গে যাওয়া রাস্তায় কিছু লোক অতিরিক্ত ভাড়া নিয়ে নৌকায় পাড়াপাড় করছে। বন্যায় উপজেলার কাঁচা, পাকা রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট ও ভিটেমাটি. ঘরবাড়ী ব্যাপক ক্ষতি হয়েছে।
পানি নেমে গেলেও ভাঙ্গাচোড়া এসব রাস্তায় চলাচলের অযোগ্য হওয়ায় উপজেলা সদরে ও ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বন্যার পর থেকে ঐসব রাস্তায় যান চলাচলে বন্ধ থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারন করছে। রাস্তা গুলো দ্রæত সংস্কার করে চলাচল উপযোগী করার দাবী জানিয়েছেন ভুক্ত ভোগীরা।
উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর ভেঙ্গে যাওয়া রাস্তাঘাটে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং ভেঙ্গে যাওয়া রাস্তাগুলি নিরুপণ করে একটি সঠিক সুন্দর প্রতিবেদন তৈরী করে দ্রæত সংস্কারের নিমিত্তে উর্দ্ধতন কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান জানান, উপজেলার ৬টি ইউনিয়নেই এবারের ভয়াবহ বন্যায় প্রায় ঘরবাড়ী নদী ভাঙ্গনে ভিটেমাটি লন্ডভন্ড হয়েছে। চলাচলের রাস্তা গুলি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাস্তাঘাট গুলি যে ভাবে ক্ষতি সাধিত হয়েছে তাহা দ্রæত সময়ে গুরুত্বপুর্ণ সড়ক গুলি উপযোগী করতে বিভিন্ন দপ্তরে  প্রতিবেদন পাঠানো হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top