পাকিস্তানের মাটিতে ভারতের পতাকা

S M Ashraful Azom
0
Flag of India on Pakistan soil
সেবা ডেস্ক: পাকিস্তানে পালিত হলো ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে ভারতের জাতীয় পতাকাও উড়ানো হলো।

ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার অনুপস্থিতিতে পতাকা উত্তোলন করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গৌরব আলুওয়ালিয়া। সে সময় তিনিই ভারতের রাষ্ট্রপতির বার্তা পড়ে শোনান।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দেয় ভারত। এর মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান থেকে বহিষ্কার করা হয় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে। তিনি তখনই বলেছিলেন, ভারতের পতাকা হাইকমিশনের অফিসে উড়বেই।

শুক্রবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে ৭৩ তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সেই ছবি ভারতীয় হাইকমিশনের তরফ থেকে টুইটও করা হয়েছে। প্রায় ৫০ জন ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বেশ কয়েকটি শিশুকেও সেখানে দেখা গেছে।

যদিও পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ১৩ জন কর্মকর্তা তাদের পরিবার নিয়ে দেশে ফিরে গিয়েছেন। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে পাকিস্তানের এই দাবি অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, বেশ কয়েকজন ঈদে বাড়ি গিয়েছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top