রাজধানীতে ডাকাত দলের পাঁচ সদস্য আটক

S M Ashraful Azom
0
Five members of a gang robbed in the capital
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-২। আটকরা হলেন- মো. কাজল (৩৬), নাজির হাওলাদার (২০), মো. সুজন (২৫), মো. সাইফুল (২২), মো. স্বাধীন শেখ (১৯)। এ সময় ডাকাতির কাজে ব্যবহারিত ১টি চাপাতি,ড্যাগার ২টি, ছুরি ২টি, মোবাইল ৩টি, সিম কার্ড ৪ টি, নগদ টাকা ১৫শ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার র‍্যাব-২ এর এএসপি সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্প্রতিবার রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা নগর থানার তেজগাঁও কলেজ গলি সংলগ্ন ইন্দিরা রোডের তিনরাস্তার মোড়ের সামনে অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জামাদীসহ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করার সময় আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন র‍্যাব-২।

আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে।

এছাড়াও রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে থাকে।

আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের সুবিধাজনক স্থানে লোকজনদের চাপাতি, ছোরা, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।  গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top