সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের মাটি ও জমির উপযোগী কৃষিযন্ত্র কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। কৃষিযন্ত্রের ক্ষেত্রে দামের দিকে গুরুত্ব নয় বরং মানের দিকে গুরুত্ব দিতে হবে।
বুধবার সচিবালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদেরে উদ্দেশে তিনি বলেন, কোন এলাকায় কোন যন্ত্রের কত চাহিদা তা দ্রুতই জানাতে হবে। মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র মূল্যায়নের কাজ ও এলাকা চিহ্নিতকরণ করতে হবে।
তিনি বলেন, চাহিদার ভিত্তিতে কৃষিযন্ত্র সরবরাহ করতে হবে। ভালো ও টেকসই মেশিনের দাম বেশি হলে সেটাই গ্রহণ করা হবে। কোম্পানির সঙ্গে কথা বলে কৃষকদের জন্য সহজ কিস্তি সুবিধা দেয়া যায় কি না তাও দেখতে হবে। কাজটা কঠিন, তবে সততার সঙ্গে করলে তা সম্ভব। যন্ত্র মেরামতকারীরা ও ব্যবহারকারীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, প্রতিটি কোম্পানির যন্ত্র পরীক্ষা করে মাঠে নামাতে হবে। একইসঙ্গে মানের ধারাবাহিকতা বজায় রাখছে কি না তাও দেখতে হবে। এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালককে মাঠ পর্যায়ের এ সংক্রান্ত তথ্য উপাত্ত জমা দেয়ার নির্দেশ দেন তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।