ডাঃ জি,এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার স্মরণে আলোচনা ও দোয়া মাহ্্ফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ আগস্ট সকাল ১০ টায় স্থানীয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই অনুষ্ঠানটি হয়। কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি চাষী এম এ করিম ও বদিউল আলম, জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক এমপি) আলহাজ্ব মোঃ জাফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আব্রাহাম লিংকন (পিপি), শেখ রিয়াজুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, আ.ন.ম. ওবায়দুর রহমান ও আব্দুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক রবি বোস, তথ্য ও গবেষণা সম্পাদক এস. এম ছানালাল বকসি, জেলা সাংস্কৃতিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, জেলা যুবলীগ আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আনিসুর রহমান চাঁদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাল্গুনী তরফদার, মাহবুবা বেগম লাভলী, পৌর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোস্তাফিজার রহমান সাজু, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুজ্জামান রাকিবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল নৃশংস বর্বরচিত গণহত্যা। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পরিকল্পনায় যারা এই গ্রেনেড হামলা চালিয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এই হামলায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। দোয়া পরিচালনা করেন ওলামা লীগের নেতা মাওলানা গোলাম আজম।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।