ডাঃ জি,এম ক্যাপ্টেন কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা মহিলা আওয়ামী লীগের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মহিলা সাংসদ আহমেদ নাজনীন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক অলক সরকার, বঙ্গবন্ধু পরিষদ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম. হারুন-অর-রশিদ লাল।
জেলা মহিলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা আইন বিষয়ক সম্পাদক ফাহমিদা আনাম লাজ, সদস্য শামসুন্নাহার বারী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকরী রানী প্রমুখ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত গ্রেনেড হামলার বহিঃপ্রকাশ রক্তাক্ত ২১ আগস্ট। বর্বরোচিত গ্রেনেড হামলার আহত ও নিহতদের স্মরণে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। তারা এই গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
শেষে হামলায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া কামনা করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।