বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সোসিও ইকোনমিক এমপাওয়ারমেন্ট উইথ ডিগনিটি অ্যান্ড সাসটাইনাবিলিটি (সিড্স) প্রকল্পের অবহিতকরণ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত স্ট্রমী ফাউন্ডেশন নরওয়ের অর্থায়নে পরিচালিত স্ডিস প্রকল্পের অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিড্স প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিড্স প্রকল্পের প্রোগ্রাম অফিসার (লাইভলীহুড) কৃষিবিদ মজিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব শরিয়তুজ্জামান, কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোশারফ হোসেন ফরাজী, সহকারী শিক্ষক আবদুল মালেক, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক ও সাদিকুল ইসলাম।
অবহিতকরণ সভায় সকল ইউপি সদস্য, শিক্ষক, স্বাস্থ্য কর্মী সহ সিড্স প্রকল্পের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন, এসডিজির বিভিন্ন অভিষ্ট বাস্তবায়নে ভূমিকা রাখা সহ বিভিন্ন বিষয়ে কাজ করবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।