১৩শ’ পরিবারের জন্য কোরবানীর মাংস ১৩শ’ ভাগ

S M Ashraful Azom
0
13th 'meat offerings of the 13th cent
সেবা ডেস্ক: এমনটা আজকাল কোথায় দেখা যায়?  ময়মনসিংহের মুক্তাগাছার ঈশ্বরগ্রাম এবং সংলগ্ন এলাকায় যারা পশু কোরবানি দেন, তারা প্রতিটি পশুর মাংসের তিন ভাগের এক ভাগ জমা দেন সামাজিক ভাগ-বণ্টনে। স্থানীয় ধনী-গরিব সবার ঘরেই এই মাংস পৌঁছে যায়। এই রীতি বহু বছর ধরেই চলছে ওই সমাজে। এবার পশুর মাংসকে তেরশ ভাগ করে বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের প্রত্যেকের পরিবার এই কার্যক্রমের মধ্যে অন্তর্ভূক্ত। প্রত্যেক পরিবারের একজন করে ভাগীদার ধরে মাংস ভাগ করা হয়। স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে আওতাভুক্ত মুসলিম সম্প্রদায়ের মানুষদের ডেকে এনে মাংস বিতরণ করা হয়।

ঈশ্বরগ্রামের বাসিন্দা পৌরসভার কাউন্সিলর মীর্জা আবুল কালাম জানান, এ বছর মুসলিম সম্প্রদায়ের এক হাজার তিনশত বাড়িতে কোরবানির মাংস পাঠানো হয়েছে।

এই নিয়মে কোরবানির মাংস বণ্টন করার ফলে কোরবানির দিন কেউ মাংস থেকে বাদ যায় না। তবে কেউ নিয়মের ব্যতিক্রম করলে তাকে সমাজের কমিটির কাছে জবাবদিহি করতে হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top