
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে অভিমান করে গলায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নের উত্তর বানিয়াগাঁতি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে কামরুল হাসান রবিন (৩৪) তার শয়ন ঘরের ধর্নার সাথে লাইলন রশি দিয়ে আত্মহত্যা করে।
পারিবারিক সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে পরিবারের সাথে খাবার খাওয়ার পরে ঘুম থেকে না উঠলে শুক্রবার দুপুরে তার মা ঘরের দরজা খুলতে ডাকা ডাকি করেন। অনেক ডাকাডাকির পর কোন সারা না পেলে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় কামরুলকে দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) শাহ সুলতান জানান, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনস্থল পরিদর্শন করেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাসানীর মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।