সেবা ডেস্ক: সরকারি কর্মকাণ্ডে ‘ডিজিটাল প্রযুক্তি’ দুর্নীতি কমিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ: সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’শীর্ষক কর্মশালায় এই কথা বলেন জয়।
তিনি বলেন, প্রযুক্তি খাতে বাংলাদেশ ১০ বছরে যতটুকু এগিয়েছে, অন্য দেশ সেটা ৩০ বছরে করেছে। এখন উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে আমার আগাবো। সকল কাজে তথ্য-প্রযুক্তি ব্যবহারের কারণে দেশের মানুষের সময় বেঁচে যাচ্ছে, সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করছে।
‘ডিজিটাল বাংলাদেশ: সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’শীর্ষক কর্মশালায় প্রধান আলোচক ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ, প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দ্বৈতভাবে প্রধান আলোচক ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন- হুইপ নূর-ই আলম চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
তিনদিনব্যাপী এ কর্মশালায় সব সংসদ সদস্যকে ডিজিটাল সিকিউরিটি এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানা যায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।