‘কিপ্পা’ কী এবং ইহুদিরা কেন পড়ে?

S M Ashraful Azom
0
‘কিপ্পা’ কী এবং ইহুদিরা কেন পড়ে
সেবা ডেস্ক: ইসলাম ধর্মের অনুসারি মুসলিমরা মাথায় টুপি পরে। ইবাদতের সবক্ষেত্রেই ধর্মপ্রাণ মুসলমানরা এটি পরে থাকে। মুসলমানদের মাথায় টুপি পড়া সুন্নত। কিন্তু ইহুদিরা টুপির মতো মাথার তালুতে ছোট যে জিনিসটি পরে তা হলো ‘কিপ্পা’।
তাদের ধর্ম মতে কিপ্পা পরায় রয়েছে বিশেষ কারণ? কিপ্পা পরার সে কারণই বা কী?

‘কিপ্পা’

ইহুদি ধর্মানুসারীরা টুপি পরিধান করে থাকে। তাদের মাথার তালুতে পরার এ কিপ্পা, মাথার তুলনায় অনেক ছোট। আর তা মাথার ঠিক ওপরে পেছনের দিকে পরা হয়। আর তা চুলের সঙ্গে ক্লিপ দিয়ে আটকিয়ে রাখতে হয়। যাতে কোনো রকম মাথার তালুর পেছনের অংশ ঢেকে থাকে।

কিপ্পা পরার কারণ:

এ কিপ্পা পরার পেছনে ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদে এক বিশেষ কারণ উল্লেখ করা হয়েছে। আর তাহলো-

‘তুমি তোমার মাথা ঢেকে রাখো, যেন আসমানের কোনো ক্রোধ ও গজব তোমার ওপর পতিত না হয়।’

ধর্মীয় প্রার্থনার সময় এ কিপ্পা পরা তাদের ধর্মের আবশ্যকীয় নিয়ম। তবে অন্যান্য সময় এটা পরায় তাদের কোনো বাধ্যবাধকতা নেই।

কিপ্পা রঙ ও শ্রেণি বিভেদ:

তবে ইহুদিদের সবাই এক রঙের কিপ্পা পরতে পারে না। শ্রেণি বিশেষের মর্যাদার সঙ্গে মিল রেখেই নির্ধারিত রঙের কিপ্পা পরতে হয়। মান-মর্যাদা, মতবাদ ও স্তরের তারতম্য বিবেচনায় ব্যবহৃত হয় কিপ্পা। আর তাহলো-

> সাদা রঙের কিপ্পা : রক্ষণশীল ও সংস্কারক মর্যাদা ও স্তরের ইহুদিরা সাদা রঙের কিপ্পা পরে।


> কালো রঙের কিপ্পা : কট্টর ইহুদি ধর্মাবলম্বীরাই কালো রঙের কিপ্পা পরে। তবে যারা বিশেষভাবে ইহুদি ধর্ম নিয়ে পড়াশোনা কিংবা গবেষণা করে, তারাও কালো রঙের কিপ্পা পরে।

> অন্যান্য সব রঙের কিপ্পা : অন্যান্য সব সাধারণ ইহুদিরা সাদা ও কালো রঙ ব্যতিত যে কোনো রঙের কিপ্পা পরতে পারে।

ইয়াহুদিরা আল্লাহর ক্রোধ ও গজব পতিত হওয়ার এ ধর্ম বিশ্বাসে বিশ্বাসী। আর এর কারণেই ইহুদি জাতি তাদের নিজেদের মাথায় কিপ্পা পরে। যাতে তাদের কর্মকাণ্ডের ফলে আসমানি গজব তাদের মাথায় না পড়ে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top