
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বৃষ্টি বাদল দিনে বগুড়ায় নারীদের বর্ষার কবিতা পাঠের আসর বসেছিল। এতে ১৫ জন নারী কবি অংশ নেন। বগুড়ার শিল্প সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘দোআঁশ’ এর আয়োজনে ৩য় বারের মতো বগুড়ায় অনুষ্ঠিত হয় ‘বর্ষার পদাবলী’ নামে ১৫ নারীর স্বরচিত কবিতা পাঠের আসর।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিনলায়তনে দোআঁশ সম্পাদক কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম।
‘বর্ষার পদাবলী’ কবিতা পাঠের আসরে অংশ নেন-এস এম সাথী বেগম, মনিরুন নাহার, মিতা নূর, মুন্নী ইয়াসমিন, সারমিন সীমা, চয়নিকা সাথী, অনন্যা গুপ্তা, রেহানা সুলতানা শিল্পী, কামরুন নাহার কুহেলী, রুবি রুমানা, আফসানা জাকিয়া, জাহানারা জামান, শুভ্রা সাহা, কুমকুম খাতুন এবং রোমানা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবারই প্রথম তিনটি বিষয়ে দোআঁশ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন-কবিতায় দেলওয়ারা মিনা, নাটকে নিভা সরকার পূর্ণিমা এবং সাংবাদিকতায় হাফিজা সুলতানা বিনা।
‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠান উদ্বোধন করেন কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহার। এতে সভাপতিত্ব করেন কবি প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির। অতিথি ছিলেন কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, বিএফইউজের যুগ্মমহাসচিব জি এম সজল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া ইয়্যুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফী তারা, ম্যাক্স মোটেলের পরিচালক জি এম সাকলায়েন বিটুল, গাবতলি পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার মোঃ শাহজাহান আলী।
স্বরচিত কবিতা পাঠের দুটি পর্বে সভাপতিত্ব করেন কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং গল্পকার কবীর রানা, অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী শাহানূর শাহিন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।