নদীর তীরে গড়ে উঠছে ৫২ কিলোমিটার ওয়াকওয়ে

S M Ashraful Azom
0
 নদীর তীরে গড়ে উঠছে ৫২ কিলোমিটার ওয়াকওয়ে
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকার নদ-নদী রক্ষায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজধানী ঢাকা নদী বন্দর এলাকায় দখলমুক্ত করা জায়গায় ৫২ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ।

শনিবার (৬ জুলাই) সকালে কামরাঙ্গীরচর খোলামোরা ঘাট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর তার বক্তব্যে বলেন,কেউ নদী দখল করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর খালিদ মাহমুদ চৌধুরী বলেন,আগামী ১০ বছরের মধ্যে নদীকে দূষণমুক্ত করা হবে।

অবৈধ জায়গায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থাকলে তা অন্যত্র সরিয়ে নেয়া হবে। এই কর্মকাণ্ডে কেউ বাধা দিতে আসলে কোন ছাড় দেওয়া হবেনা। বিআইডব্লিউটিএ’র প্রকল্পের আওতায় বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরে ভূমি সীমানা পিলার স্থাপন, ওয়াকওয়ে, কিওয়ালসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।

নদীর তীরে ৫২ কিলোমিটার ওয়াকওয়ে ছাড়াও ১০ হাজার ৮২০ টি সীমানা পিলার স্থাপন করা হবে, নির্মাণ করা হবে তিনটি ইকোপার্ক, ১৯টি আরসিসি জেটি, ১০০ টি আরসিসি সিঁড়ি, ৪০৯টি বসার বেঞ্চ, ৪৪ দশমিক ৭৮ কিলোমিটার নদীর তীর রক্ষাসহ আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ করা হবে।

এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৮৪৪কোটি ৫৫ লাখ টাকা, যা ২০১৮ সালের জুলাই হতে ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top