গুজব ছড়ালে কঠোর শাস্তি পেতে হবে: ওসি জহির

S M Ashraful Azom
0
গুজব ছড়ালে কঠোর শাস্তি পেতে হবে ওসি জহির
সেবা ডেস্ক: কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার বলেছেন, একটি মহল গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। কেউ এসব গুজবে কান দেবেন না। যারা গুজব ছড়াচ্ছে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হচ্ছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ললিতসার বটতলা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওসি জহিরুল বলেন, ছেলেধরা গুজবের কারণে দেশের বিভিন্ন স্থানে অনেক নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সন্দেহজনকভাবে কাউকে পিটিয়ে হত্যা করা ফৌজদারি অপরাধ। এ অপরাধ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। কেউ আইন হাতে তুলে নেবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশকে জানান। গুজব প্রতিহত করুন।

জহিরুল আনোয়ার আরো বলেন, দেবিদ্বারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অস্ত্র, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। এ জন্য সবাইকে  সচেতন হতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে।

সভায় দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. মেসবাহ উদ্দিন, তালতলা ললিতসার সমাজ কল্যাণ সংসদের সভাপতি কালিপদসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top