আজ সকাল থেকেই ঢাকার ৩ সড়কে রিকশা বন্ধ

S M Ashraful Azom
0
আজ সকাল থেকেই ঢাকার ৩ সড়কে রিকশা বন্ধ
সেবা ডেস্ক: আজ রোববার সকাল থেকে রাজধানী ঢাকার প্রধান দুই রুটের তিনটি সড়কে রিকশা, ভ্যানসহ অবৈধ এবং অনুমোদনবিহীন অন্য যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।

পূর্ব ঘোষিত এই সিদ্ধান্ত রোববার সকাল থেকে কার্যকর করা হয়। এর ফলে গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর ও সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত প্রধান সড়কে এসব যানবাহন আর চলতে দেয়া হচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, এদিন সকাল থেকে এসব এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু রিকশা চলাচল করলেও অন্যান্য দিনের তুলনায় তা খুবই কম।

এর আগে গেল ৩ জুলাই ঢাকার পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) প্রথম সভায় প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধের এই সিদ্ধান্ত নেয়া হয়।

যানজট নিরসনের লক্ষ্যে সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, এসব সড়কের মূল অংশে সব ধরনের রিকশা, ভ্যান এবং অনুমোদনহীন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তবে এসব সড়কের সঙ্গে সংযোগকারী সড়কগুলোতেই শুধু চলাচল করতে পারবে সিটি কর্পোরেশনের অনুমোদন পাওয়া রিকশাগুলো।

এদিকে ডিএনসিসি ও ডিএসসিসি মেয়রের মতে, রিকশার চলাচল বন্ধ থাকলেও নগরবাসীদের চলাচলে কোন বিঘ্ন হবে না বলে তারা জানিয়েছেন। নগরীতে পর্যাপ্ত গণপরিবহণ যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে বলে দাবি করেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

ডিটিসিএ’র পরিকল্পনা অনুযায়ী, সার্বিক পরিস্থিতি আগামী সাত দিন পর্যালোচনা করা হবে। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top