
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, চকবাজার ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
অভিযানে আটকরা হলো- মো. মাসুদ সরকার(৩৫), মো. হেলাল উদ্দিন (৩৭), মো. রাজু (২৮), মো. আলম মিয়া (৩৯), শিল্পী বেগম(৩৩) ও রমেন মজুমদার (৫০)।
বৃহস্পতিবার রাতে র্যাব-১০ এসব পৃথক অভিযান চালায়। অভিযানে নেতৃত্বে দেন র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক আজ শুক্রবার বিকেলে জানান, রাজধানীর যাত্রাবাড়ী, চকবাজার ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৬০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ২০ গ্রাম গাঁজা, ৩০ বোতল ফেনসিডিল ও নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।