জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি দৌলতপুর সড়কের দূরাবস্থার কারণে দূর্ভোগ পোহাতে হচ্ছে ৮ গ্রামের মানুষের। বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হাজী আঃ কাদেরের বাড়ির সামনে বৃষ্টির পানি গড়ে যাওয়া ফলে সড়কটির দু পাশে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
ঐ গ্রামের স্থানিয় বাসিন্দা অনেকেই জানায়, বেশ কিছু দিন হলো এই সড়কটি ভেঙ্গে গেছে। যার ফলে ঠিকমতো যানবহন চলাচল করতে পারছে না। শুধু তাই নয় সড়কটি ব্যবহার করে ৮টি গ্রামের মানুষ। এই সড়ক দিয়ে স্কুল-কলেজ, হাট-বাজার, ব্যবসা বানিজ্য সহ বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে ৮ গ্রামের মানুষ। বিকল্প সড়ক ব্যবহার করলেও তাদের সময় ও অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
এমতাবস্থায় জরুরী ভাবে দৌলতপুরের ঐ সড়কটি সংস্কারের দাবী জানিয়েছে ৮ গ্রামের বাসিন্দারা।
এ বিষয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, সড়কটি অতি গুরুত্বপূর্ণ। তাই খুব শিঘ্রই প্রাথমিক অবস্থায় আমরা সংস্কারে ব্যবস্থা করবো এবং এই সড়কের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।