
সেবা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে, এমন গুজব ছড়ানোয় নড়াইলে নাজমুল হোসেন বাবু (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার নড়াইলের এসপি মোহাম্মদ জসিম উদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান, জেল গেটের সামনে থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত একটি মোবাইল উদ্ধার করা হয়। তার বাড়ি সদর পৌরসভার মহিষখোলা গ্রামে। সে মোহর আলী সরদারের ছেলে।
তিনি বলেন, বাবু তার ফেসবুক ও ম্যাসেঞ্জার থেকে পদ্মা সেতু নির্মাণের জন্য এক লাখের বেশি মানুষের মাথা প্রয়োজন বলে অপপ্রচার চালাচ্ছিলো। এ ছাড়া সে পলাতক আসামি কাজী হাসানুজ্জামান মিন্টুসহ আরো ৩৫ থেকে ৪০ জনের সঙ্গে পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে অপপ্রচারমূলক তথ্য আদান-প্রদান করেছে।
পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, আইন শৃংখলা অবনতি ঘটানোর উদ্দেশে ও রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন করায় বাবুসহ অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।