রাজশাহীতে আটকরা কেউ ছেলেধরা নয়, বললেন এসপি

S M Ashraful Azom
0
রাজশাহীতে আটকরা কেউ ছেলেধরা নয়, বললেন এসপি
সেবা ডেস্ক: রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ বলেছেন, রাজশাহীতে ছেলেধরা সন্দেহে ১২ জনকে আটক ও মারধর করেছে স্থানীয়রা। তাদের কেউ ছেলেধরা নয়।
শুক্রবার সকালে নিজ কার্যালয়ের সভা কক্ষে গুজব প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।

মো. শহিদুল্লাহ বলেন, গোদাগাড়ীতে তিনজন, তানোরে দুইজন, বাগমারায় দুইজন ও চারঘাটে পাঁচজনকে গুজব ছড়ানোর অভিযোগ ও ছেলেধরা সন্দেহে আটক ও মারধর করা হয়েছে। তাদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন, দুইজন প্রতিবন্ধী, পাঁচজন প্রতারক।

পুলিশ সুপার মো: শহীদুল্লাহ বলেন, এসপি বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ছেলেধরা গুজব ছড়ানো হচ্ছে। গুজব ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গুজবে বিভ্রান্ত হয়ে কাউকে গণপিটুনি দেবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশকে জানান।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহীর এডিশনাল এসপি (প্রশাসন) মাহামুদুল হাসান, এডিশনাল এসপি (সদর সার্কেল) সুমন দেব, এডিশনাল এসপি (সদর দফতর) ইফতে খায়ের আলম, এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top