শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের আয়োজনে রৌমারী উপজেলার নুরপুর রাহমানিয়া দারুচ্ছুন্না দাখিল মাদ্রাসায় দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৭জুলাই (রবিবার) সকাল ১১টার দিকে সততা সংঘের অর্থায়নে নুরপুর দাখিল মাদ্রাসার কর্তৃপক্ষের সহযোগিতায় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার সুপার মাওলানা মো. রিয়াজুল হক। এসময়ে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো. ফজলুল হক, সহকারি সুপার মাওলানা মো.আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, মিজানুর রহমান, সাহেব আলী, নাসিম, আবু জাফর, মোশারফ মিয়া ও মাসুদ মিয়া ও শেফালী খাতুন প্রমূখ।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী। বিতর্ক প্রতিযোগিতার মধ্যে ছিল দূর্নীতি প্রতিরোধ, রচনা ও নাট্যানুষ্ঠান।
দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ৭ম শ্রেণীর ছাত্রী সুমি পারভীন ও দ্বিতীয় স্থান লাভ করে নবম শ্রেণীর ছাত্রী জোসনা খাতুন। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে মুক্তা পারভীন ও দ্বিতীয় স্থান লাভ করে ফরিদা খাতুন।
দূর্নীতি বিষয় আলোচনা সভায় প্রথম স্থান লাভ করে সাকিল আহমেদ ও দ্বিতীয় স্থান লাভ করে হারুন অর রশিদ। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন মাদ্রাসার সুপার মাওলানা মো. রিয়াজুল হক।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নুরপুর দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক সাহেব আলী সিহাব।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।