
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: কান্তকবি রজনী কান্ত সেনের ১৫৪ তম জন্মদিনে পৈতৃক ভিটা দেখতে এলেন কান্তকবির বংশধরগন।
শুক্রবার বিকালে বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নে অবস্থিত সেনভাঙ্গাবাড়ি গ্রামে কবি রজনী কান্ত সেনের পরিত্যাক্ত বসতভিটা পরিদর্শন করেন তার বংশধরগন। এসময় কবি রজনী কান্ত সেনের ১৫৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে গাজী নেজমত আলী তালুকদারেরর সভাপতিত্বে ও এ্যাডভোকেট কামরুল ইসলাম শান্তার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রজনীকান্ত সেনের বংশধর সাবেক অধ্যাপক ডক্টর মুন্জুশ্রী সেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রজনীকান্ত সেনের বংশধর শ্রীমতি অন্জলী সেন, শ্রীমতি নিবেদিতা ঘোষ, শ্রীযুক্ত বাবু সওগৌত দাস, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরী, রজনী সংসদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি থানার ওসি তদন্ত নুরে আলম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক, মাহমুদুল হাসান সেলিম, বেলকুচি পূজা উজ্জাপন পরিষদের সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায়, শ্রীযুক্ত বাবু হেমেন্দ্রনাথ চৌধুরী, গৌতম সাহা প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।