ঠাকুরগাঁওয়ে ছেলে হত্যায় পিতা ও সৎ ভাই গ্রেফতার

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে ছেলে হত্যায় পিতা ও সৎ ভাই গ্রেফতার
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎমা সালেহা ও সৎ ভাই সাইফুল ইসলামের প্ররোচনায় রর্ফিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে দরিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেবার অভিযোগে পিতা দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৬ জুলাই শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী পশ্চিম মুন্সিপাড়া গ্রামে পিতা ও সৎ ভাই এর হাতে দুই সন্তানের জনক রফিকুল ইসলামের লোমহর্ষক খুনের এ ঘটনা ঘটে। এ হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রফিকুলের মা জাহেদা বেগম জানান, আমার ছেলেকে তার বাবা ও সৎ ভাই হত্যা করে ফাঁসির দরিতে ঝুলিয়ে দিয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।

স্থানীয় ও সুত্রে জানাযায়, রফিকুল ইসলাম তার বাবার প্রথম স্ত্রীর তিন সন্তানের মধ্যে দ্বিতীয় । রফিকুল ইসলাম ও তার বড় বোনের বিয়ে হওয়ার পর থেকেই জমি সংক্রান্ত বিষয়ে সৎ মা ও ভাই-বোনদের সঙ্গে সব সময়ই তার কলহ লেগে থাকতো। এরই রেশ ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে দাবী এলাকাবাসীর।
কারন হিসেবে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য কামিনি কুমার রায় জানান, লাশ দেখতে যখন এলাকার লোকজন দবিরুলের বাসায় যায় তখন ঝুলন্ত রফিকুলের শরীরের বিভিন্ন জায়গায় জখম ও পা এবং পায়ের আঙ্গুল ভাঙ্গা অবস্থায় দেখতে পায় । এলাকাবাসীর সন্দেহ হলে রফিকুলের বাবা দবিরুল ও সৎ ভাই সাইফুল পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদেরকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, আমরা ঘটনাস্তলে গিয়ে অভিযুক্ত পিতা দবিরুল ইসলাম ওরফে পাপকে এবং সৎ ভাই সাইফুল ইসলাম ওরফে হাবাকে গ্রেফেতার করি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top