
শুক্রবার সন্ধ্যায় জামালপুরের বকশীগঞ্জে ধারারচর গ্রাম থেকে ফোরকানকে আটক করা হয়।
ফোরকান মিয়া, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামের সোনা মিয়ার ছেলে।
র্যাব ১৪ এর উপ পরিচালক পুলিশ সুপার স্বাক্ষরিত তোফায়েল মিয়ার প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক জানা যায়, ফোরকান মিয়া ‘‘Md Sonju Khan’’ নামের একটি ফেসবুক আইডি খোলে পদ্ম সেতু ও সেতু মন্ত্রীকে নিয়ে বিভিন্ন অপ্রচার মুলক স্ট্যাটাস দেয়।
পরে তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান সনাক্ত করে সন্ধ্যায় র্যাব এর উপ পরিচালক পুলিশ সুপার তোফায়েল মিয়া ও সহকারী পরিচালক জুনাইদ আফ্রাদ এর নেতৃত্বে র্যাবের একটি দল ধারারচর গ্রাম থেকে ফোরকান মিয়াকে আটক করে।
ফোরকান মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের এর প্রস্তুতিও চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।