ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় চোলাই মদ তৈরীর অভিযোগে রতন রবিদাস (৪৫) নামে এক কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার নিকট থেকে দেশীয় তৈরী ১০ লিটার চোলাই মদ জব্দ করেছে।
রোববার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। রতন রবিদাস উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের শুকুর রবিদাসের ছেলে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রতন রবিদাস পেশায় চর্মকার। এ পেশার পাশাপাশি সে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে চোলাই মদ তৈরী করে এলাকায় বিক্রি করে আসছে।
পুলিশ খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে রতন রবিদাসকে ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে। এই ঘটনায় রতন রবিদাসের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।