
সেবা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার দল তৃতীয়বারের মতো ইন্টারন্যাশনাল আর্মি গেমস প্রতিযোগিতা-২০১৯ এ কর্নেল হুমায়ুন কাইয়ুম এর নেতৃত্বে অংশ নিতে বেলারুশ যাচ্ছে। আগামী ২৮ জুলাই ‘স্নাইপার ফ্রন্টিয়ার’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বেলারুশের উদ্দেশ্যে নয় সদস্যের দলটি যাত্রা করবে।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, এই দলে চারজন অফিসার স্নাইপার, চারজন সৈনিক স্নাইপার ও একজন পর্যবেক্ষক রয়েছেন। এবারের প্রতিযোগিতায় ৩১টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য প্রতিবেশী রাষ্ট্রসহ আঞ্চলিক ও মহাদেশীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সখ্যতা বৃদ্ধি ও অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর সামরিক দক্ষতার মান প্রদর্শন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতিবছর এ গেমসের আয়োজন করা হয়। এর আগে ২০১৭ সালে কাজাখস্তান ও ২০১৮ সালে বেলারুশে ইন্টারন্যাশনাল আর্মি গেমস প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপাররা অংশগ্রহণ করে ৭ম ও ৫ম স্থান অর্জন করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।