গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি আগামী ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত তিনদিনের সফরে গাইবান্ধায় আসছেন।
তিনি ২০ জুন বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকাস্থ ধানমন্ডি বাসা থেকে সড়ক পথে গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং দুপুর ১২টায় গাইবান্ধা সদর উপজেলার বলমঝাড় ইউনিয়নের জোদ্দকড়িসিং গ্রামের নিজ বাসভবনে পৌছবেন।
তিনি ওইদিন দুপুর ১টায় সদর উপজেলার দারিয়াপুরে সড়ক বিভাগ গাইবান্ধার তত্ত¡াবধানে দারিয়াপুর-কামারজানি জেলা মহাসড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করবেন।
বেলা ৩টায় সদর উপজেলার খোলাহাটিতে নতুন ব্রীজ সংলগ্ন রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০২ এর আওতায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সওজ এর নিকটে নতুন ব্রীজ হতে চকমামরোজপুর পাকা রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।
এছাড়া বেলা ৩টা ১৫ মিনিটে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চকমামরোজপুরে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০২ এর আওতায় চকমামরোজপুর পাঁকা রাস্তা হতে ৭৫নং রেলগেট ভায়া ভেড়ামারা ব্রীজ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।
বিকাল ৪টায় সদর উপজেলার কুপতলা এ কিউ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট চারতলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। ২১ জুন শুক্রবার দুপুর ২টায় সদর উপজেলার বলমঝাড় ইউনিয়নে ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলা মডেল মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন।
দুপুর ২টা ৩০ মিনিটে সদর উপজেলার এনএইচ মর্ডাণ স্কুল সংলগ্ন ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলা মডেল মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন।
এছাড়া বিকাল ৫টা ৩০ মিনিটে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরতপুরে গণ উন্নয়ন কেন্দ্রের তত্ত¡াবধানে পলী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে উচ্চ শিক্ষার জন্য দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করবেন।
২২ জুন শনিবার সকাল ৯টায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার বলমঝাড় ইউনিয়নের জোদ্দকড়িসিং গ্রামের বাসভবন থেকে সড়ক পথে ১১তম জাতীয় সংসদের ৩য় অধিবেশনে অংশ গ্রহণের উদ্দেশ্যে যাত্রা করবেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।