সাফল্যের ২য় ধাপে 'শিক্ষার্থী সাহায্য গ্রুপ'

S M Ashraful Azom
1
সাফল্যের ২য় ধাপে 'শিক্ষার্থী সাহায্য গ্রুপ'
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: প্রতি মাসে অন্তত একজন এতিম মেধাবী শিক্ষার্থীর হাতে এককালীন শিক্ষাবৃত্তি তুলে দেয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলার কয়েকজন মানব দরদী প্রাথমিক শিক্ষক মিলে " শিক্ষার্থী সাহায্য গ্রুপ" নামে একটি মেসেঞ্জার ভিত্তিক গ্রুপ খোলা হয়। এই গ্রুপের একজন সদস্য ও শিক্ষক মোঃ তারিকুল ইসলাম বলেন,এই গ্রুপে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান  মনে করছি।

প্রথম ধাপে বগুড়ায় সফলভাবে নগদ অর্থ হস্তান্তরের পর আজ ২য় ধাপে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সাপমারী সপ্রাবির ৪র্থ শ্রেণির পিতৃ-মাতৃহীন একজন মেধাবী শিক্ষার্থী মোছাঃ সুমাইয়া মেহেরিন ইভার হাতে ‌শিক্ষাবৃ‌ত্তি বাবদ নগদ ৫০০০/- টাকা তুলে দেয়া হয়।

 এ সময় বিদ্যালয়ের শিক্ষকগণ, ম্যানেজিং কমিটির সভাপতি ও ঐ শিক্ষার্থীর আশ্রিতা খালা-খালু উপস্থিত ছিলেন। গ্রুপের রেজিস্ট্রেশনভুক্ত শিক্ষকগণই এই অর্থের যোগান দিয়েছেন। রেজিস্ট্রেশনভুক্ত শিক্ষকগণ যার যার সাধ্যমত ৫০/১০০ থেকে ৩০০/৪০০ টাকা পর্যন্ত দান করে থাকেন।

তবে কাউকে চাপ প্রয়োগ বা বাধ্য করা হয় না। আবার, রেজিস্ট্রেশনভুক্ত শিক্ষকগণই কেবল তাঁর বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীর পক্ষে আবেদন করতে পারেন।

 আগামীতে যদি কোনো প্রাথমিক শিক্ষক এই মহৎ কাজে অংশ নিতে চান, তাহলে গ্রুপের কমেন্টে কিংবা ইনবক্সে জানাতে পারেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top