নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ আহত আব্দুল্লাহ আল জোনায়েদ রনি ওরফে বি ক্লাশ রনি (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ঢাকায় মারা গেছেন।
বগুড়ায় গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলী জানান, ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বি ক্লাশ রনি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মারা যায়। তবে তার মৃত্যুর খবরটি ওইদিন গভীর রাতে আমরা নিশ্চিত হয়েছি।
গত ১৩ জুন বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়ার তিনমাথা রেলগেটের কাছে আদর্শ কলেজের পাশে গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হন আব্দুল¬াহ্ আল জোনায়েদ রনি। সে বগুড়া শহরের হাকিরমোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। ওইদিন ‘গোলাগুলিতে’ ডিবি পুলিশের দুই কনস্টেবলও আহত হন। পুলিশ সেদিন ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও একটি ধারালো চাপাতি জব্দ করে।
বগুড়ায় ডিবি’র ওসি আছলাম আলী জানান, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত রনির বিরুদ্ধে অস্ত্র, মাদক, নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ আটটি মামলা ছিল। সে বি¬ ক্লাশ রনি হিসেবেই পরিচিত ছিল। আহত বিক্লাশ রনিকে সেদিন দ্রæত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং আহত দুই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে বি ক্লাশ রনির অবস্থার অবনতি হলে ১৫ জুন তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ তার মৃত্যু হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।