গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পলাশবাড়ীতে শ্রমিক কন্যার সাথে প্রেম প্রতরণাকারী লম্পট শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জুন বুধবার বিকালে পলাশবাড়ী সদরে বিভিন্ন সড়কে অত্র সংগঠনের শ্রমিকদের বিক্ষোভ শেষে সংগঠনের কার্যালয়ে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্চু লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে জানা যে,অত্র সংগঠনের শ্রমিকের কন্যার সহিত গত ৩ বছর যাবৎ বিয়ের প্রলোভনে প্রেমের পরিণয়ে দৈহিক মেলা মেলামেশা করে প্রতারণার পথ বেচে নেয় এবং শ্রমিককন্যার সহিত বিয়ের বিষয়ে বিভিন্নভাবে তালবাহানা করতে থাকে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের জালাগাড়ী গ্রামের হাসেন আলীর ছেলে ও পলাশবাড়ীর কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লম্পট আনিছুর রহমান।
লম্পট আনিছুর রহমানের তালবাহানার কারণে শ্রমিককন্যা পরিবারের কাউকে কিছু না জানিয়ে লম্পট শিক্ষক আনিছুর রহমানের পিতৃালয়ে বিয়ের দাবী নিয়ে অনশন করে। পরে এ ঘটনায় থানা অভিযোগ দায়ের করা হলে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত লম্পট শিক্ষক আনিছুর রহমানের দ্রæত দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন। এবং শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অত্র শ্রমিক সংগঠন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বলে ঘোষণা করেন ।
এসময় গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,সহ সভাপতি আজাহার আলী,সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম আকন্দ,ক্রীড়া সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল,প্রচার সম্পাদক রাজা মিয়া,সড়ক সম্পাদক শহিদুল ইসলাম,মধু মিয়া,কাশিয়ার ফিরোজ কবির,দপ্তর সম্পাদক ছায়েদ আলী, সদস্য কালাম প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।