সেবা ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে পর পর প্রথম তিন বলে তিন ছয় মেরে রেকর্ড গড়লেন বাংলাদেশের টাইগার লিটন দাস।
তখন বাংলাদেশের ইনিংসের ৩৮তম ওভার চলছে। স্ট্রাইকে লিটন দাস। পরপর তিন বল খেললেন লিটন, আর এর মাধ্যমেই প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ডটি করে ফেললেন লিটন দাস।
রেকর্ডটি হলো বিশ্বকাপের মঞ্চে প্রথম বাংলাদেশী হিসেবে একটানা ৩ বলে ৩ ছয় মারার।
গ্যাব্রিয়েলের প্রথম বলেই পুল করে ৬ মারেন লিটন। পরের বলে বুদ্ধিমত্তার সাথে লং অফে পাঠিয়ে দেন বল। গ্যাব্রিয়েলের পরের বলে ফাইন লেগ অঞ্চল দিয়ে ছয় মেরে প্রথম বাংলাদেশি হিসেবে এই রেকর্ড করেন লিটন।
লিটনের ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংসে আর সাকিবের ১২৪ রানে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৩২২ রানের বড় স্কোর টপকে বাংলাদেশ জিতে যায় ৭ উইকেট হাতে রেখেই।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।