জামালপুর সংবাদদাতা : জামালপুর জেলা আইনজীবী সমিতি ভবন তামাকমুক্ত ঘোষণা করা হয়েছে।
জামালপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে আইনজীবীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এই ঘোষণা দেয়া হয়।
মঙ্গলবার বিকালে জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এই আলোচনা সভার আয়োজন করে।
জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: মঞ্জুর কাদের বাবুল খান।
মূল আলোচক ছিলেন নাটাবের প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ আহমেদ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এ্যাডভোকেট ইউসুফ আলী, এ্যাডভোকেট একেএম হারুনর রশীদ প্রমুখ। প্রধান অতিথি এ্যাডভোকেট বাকী বিল্লাহ তার বক্তব্যে আজ থেকে জেলা আইনজীবী সমিতির ভবন ও ভবন সংলগ্ন আইনজীবীগণের চেম্বার তামাকমুক্ত ঘোষণা করেন।
আলোচনা সভা শেষে আইনজীবীদের সাথে নিয়ে ‘ধূমপানমুক্ত এলাকা’ লেখা সম্বলিত স্টিাকার সমিতির ভবনে স্থাপন করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।