লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে স্থানীয় পর্যায়ে টেকসহ উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সার্বিক তত্বাবধানে বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সুহেল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম জামাল আব্দুন নাসের বাবুল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার,অধ্যক্ষ জামান আবু নাছের চৌধুরী চার্লেস,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এতে উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।