নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে নিজ দলের পক্ষ থেকে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যানসহ কমপক্ষে ৭২জন কে আসামী করা হয়েছে।
মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় মামলা দুইটি দায়ের করা হয়।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে মামলাটি দায়ের করেন ধানের শীষের কর্মী আব্দুর রহিম রোমান। মামলায় শাখারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাসকে প্রধান আসামি করে ১২জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ২০-২৫ জন অজ্ঞাত আসামি রয়েছে।
অপরদিকে মালয়েশিয়া প্রবাসী যুবদল নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজ উদ্দিনের আপেল মার্কার কর্মী সামছুল হক বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে পৃথক আরেকটি মামলা দায়ের করেন। মামলায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাকে প্রধান আসামি করে ১০জনের নাম উল্লেখ করে ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। দুইটি মামলার বাদী এবং আসামিরা বিএনপির নেতা ও কর্মী।
উল্লেখ্য, সোমবার দুপুরে বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রচারণা চালাতে গেলে সদরের পাঁচ বাড়িয়া গ্রামের ধানের শীষের নেতাকর্মীদের সঙ্গে আপেল মার্কার নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আপেল মার্কার প্রার্থী যুবদল নেতা হলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ কারণে তার অনুসারী স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ না করে আপেল মার্কার নির্বাচন করছেন। আর এ নিয়েই সংঘর্ষ হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।