সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী পারাপারের সময় পানিতে ডুবে সুজন মিয়া (২২) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে । আজ ১৮ জুন মঙ্গলবার বিকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি খেওয়ারচর দশআনী নদীতে ডুবে সে মারা যায় ।
স্থানীয়রা জানান, কাজ শেষে মঙ্গলবার বিকালে কাজের সরঞ্জামসহ সাতাঁর কেটে দশআনী নদী পার হওয়ার নদীতে নামলে মাঝ নদীতে গিয়ে ডুবে যায়।
পরে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। সুজন ভাটি খেওয়ারচর এলাকার শহিদুল্লাহর ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।