সেবা ডেস্ক: জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা নির্বাচন অফিসের সামনে সড়কের উত্তর পাশে একটি কলা গাছে ২৪টি থোড় দেখতে ভিড় করছেন হাজারো মানুষ। মহিলা কাউন্সিলর চায়না আক্তারের বাসার যাতায়াতের সড়কে আছে এই কলা গাছটি।
পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর চায়না আক্তারের বাসার যাতায়াতের সড়কের পাশে দেড় বছর আগে সরিষাবাড়ির ইউএনও গাড়ি চালক দুলাল মিয়া একটি বিমুইটা কলার চারা গাছ রোপন করেন। দেড় বছর বয়সী কলাগাছটিতে গত ৮দিন আগে একটি কলার ছড়িতে অনেকটি থোড় দেখতে পান চায়না আক্তার। পরে কলার ছড়িটি তার স্বামী দুলাল মিয়াকে দেখান। পর্যায় ক্রমে এলাকায় ছড়িয়ে পড়লে গত দুইদিন ধরে স্কুল/কলেজের শিক্ষাথী ও বিভিন্ন বয়সী মানুষের ভিড় করছেন কলা গাছের থোঁর দেখতে।
পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর চায়না আক্তার বলেন, কলা গাছটির স্থলে বিভিন্ন বয়সী মানুষের দিন ভর পদচারণায় যেন একটি মিনি পার্কে পরিণত হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।