কুমিল্লায় বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

S M Ashraful Azom
0
কুমিল্লায় বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত
সেবা ডেস্ক: কুমিল্লায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ ২৯ মে বুধবার ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ২১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার বৌয়ারা বাজার এলাকায় দুই মাদক কারবারি গুলিবিদ্ধ হয়।
১০ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আব্দুল্লাহ আল ফারুকী জানান, চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে মাদকের চালান আসছে এমন খবরে নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে তাদের পরিচয় জানাতে পারেনি বিজিবি।
এদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার ভারতসীমান্তবর্তী বৌয়ারা বাজার এলাকায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭৫০ পিম ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মাদক কারবারিরা হলো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার যশর গ্রামের ওয়ালি উল্লার ছেলে মো. বকুল মিয়া (৪৩) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রসুলপুর গ্রামের আবদুল মোন্নাফের ছেলে মো. আবদুল করিম (৩৭)।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top