ধুনটে পরকীয়ায় আসক্ত মায়ের বিরুদ্ধে ছেলের মামলা

S M Ashraful Azom
0
ধুনটে পরকীয়ায় আসক্ত মায়ের বিরুদ্ধে ছেলের মামলা

রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: মা পরকীয়ায় আসক্ত। বাবা বিষয়টি টের পায়। তাই মাকে বিপথ থেকে ফেরানোর চেষ্টা করে বাবা। এতে বাবার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে মা। এক পর্যায়ে মার নির্যাতন সইতে না পেরে বাবা আত্মহত্যা করেছে। এমন অভিযোগ এনে মাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে তার ছেলে। আদালতের আদেশে সোমবার মধ্যরাতে মামলাটি থানায় রেকর্ডভ‚ক্ত করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মহিশুরা গ্রামের দিনমজুর আবু সাইদ প্রায় ২৫বছর আগে প্রতিবেশী গোলেনুর খাতুনকে বিয়ে করে। তাদের দাম্পত্ত জীবনে ৪ সন্তানের জন্ম হয়। এ অবস্থায় গোলেনুর খাতুন প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ বিষয়টি আবু সাইদ টের পেয়ে স্ত্রীকে বিপথ থেকে ফেরানোর চেষ্টা করে। এতে স্বামীর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে স্ত্রী।

এ বিষয় নিয়ে ২৯ মার্চ রাত ৩টায় নিজেদের শয়ন কক্ষে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। তখন গোলেনুর খাতুন তার ভাই, ভাবি, বোনের সহযোগীতায় আবু সাইদকে মারধর করতে থাকে। তাদের  নির্যাতনের এক পর্যায়ে আবু সাইদ কীটনাশক পান করে অচেতন হয়ে পড়ে।

এ বিষয়টি টের পেয়ে প্রতিবেশী লোকজন ঘটনাস্থল থেকে আবু সাইদকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ রাত ৩টার দিকে আবু সাইদ (৪৫) মারা যায়।

এ ঘটনায় নিহত আবু সাইদের ছেলে নুরনবী ইসলাম বাদী হয়ে ৮ এপ্রিল বগুড়া আদালতে মামলা (মামলা নং ৬৬সি/১৯) দায়ের করে। মামলায় গোলেনুর খাতুন, তার ভাই নজরুল ইসলাম ও ভাবি মালেকা খাতুনসহ ৫ জনকে আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক থাকায় আসামীদের বক্তব্য পাওয়া যায়নি।   

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আদালতে দায়ের করা মামলাটি থানায় রেডর্কভ‚ক্ত করা হয়েছে। এই মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


⇘সংবাদদাতা: রফিকুল আলম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top