হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শিয়াল ধরা বিদ্যুতের ফাঁদে পড়ে আমিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হওয়ার ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার সন্ধায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে। মৃত আমিনা খাতুন ওই উপজেলার রতই সীমান্তের কাশিবাড়ী এলাকার মৃত রওশন আলীর স্ত্রী ছিলেন বলে তথ্য পাওয়া যায়।
স্থানীয়সুত্রে জানাযায়, আমিনা খাতুন ভিক্ষা করে জীবকিা নির্বাহ করতেন। ঈদ উপলক্ষে পাওয়া খয়রাতী শাড়ী কাপড় নিয়ে আমিনা বালিয়াডাঙ্গী উপজেলা শহর থেকে বাসায় ফিরছিলেন। ওই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে এলাকার সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন ওরফে ফিটু মেম্বারের ধানের চাতালে ঢুকে এবং পানি নিয়ে চাতালের পেছনে যাওয়ার সময় বিদ্যুতের ফাঁদে পড়ে তার মৃত্যু হয় । পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং চাতালের ভারাটে মালিক ও ফাঁদ তৈরী করা শ্রমিক সাদ্দামকে আটক করে।
ওই গ্রামের অটোরিক্সা চালক পজিরুল জানান, চাতালের চারদিকে চিকন তার দিয়ে বেড়া দেয় প্রতিষ্ঠানের মালিক । সন্ধায় বেড়ার তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে আসছিলেন চোর বা শিয়াল ধরা ফাঁদে। অসর্তকতার কারণে প্রাণ হারান ওই বৃদ্ধা ।
বিষয়টি জানা ছিল না বলে চাতাল মালিক আলাউদ্দিন বলেন তার এই প্রতিষ্ঠান অন্য ব্যবসায়ীকে ভাড়া দিয়েছেন । শিয়ালের উপদ্রব দমন করতে তার শ্রমিক ফাঁদ বসিয়েছে হয়তো।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক নিশ্চিত করে বলেন বর্তমান মিলমালিক ও শ্রমিক সাদ্দামকে আটক করা হয়েছে ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।