দেখে নিন, ভারতের কোন তারকা কত ভোটে জয়ী হলেন

S M Ashraful Azom
0
দেখে নিন, ভারতের কোন তারকা কত ভোটে জয়ী হলেন
সেবা ডেস্ক: সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে কলকাতার তারকা প্রার্থীদের দিকে নজর ছিল প্রত্যেকেরই। তৃণমূল হোক কিংবা বিজেপি, কলকাতার তারকারা মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। মিলেছে কাঙ্খিত জয়ও।

টালিউডের অভিনেতা-অভিনেত্রীরা যেমন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তেমনই প্রতিদ্বন্দ্বিতা করেছেন গায়কও।

তারকা প্রার্থীদের মধ্যে পরাজিত হয়েছেন মুনমুন সেন। বাকি সব তারকা কলকাতা থেকে জয়ী।

যাদবপুর থেকে জয়ী হয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 ২,৯৫,২৩৯ ভোটে হারিয়ে দিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে। সিপিএম প্রার্থী দুঁদে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মিমির সঙ্গেই।

 কেউই পেড়ে উঠেনি সদ্য রাজনীতিতে পা ফেলা এই অভিনেত্রীর সঙ্গে।
ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টালিউডের নায়ক, দেব। এর আগেও ঘাটাল থেকে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। দেবের প্রতিদ্বন্দ্বিতা ছিল বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সঙ্গেই মূলত। দেব জয়ী হলেন ১,০৭,৯৭৩ ভোটে।

হুগলি থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লকেট চ্যাটার্জি। অভিনয় থেকে কার্যত অবসর নিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী।

লকেট হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগকে। লকেট জিতলেন ৭৩,৩৬২ ভোটে।
বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টালিউডের গ্ল্যামারাস নায়িকা নুসরাত জাহান।

 মুসলমান এ অভিনেত্রী নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর থেকে ৩,৫০,৩৬৯ ভোট বেশি পেয়েছেন নুসরাত।
আসানসোল থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুনমুন সেন। মুনমুনের বিপরীতে দাঁড়িয়েছিলেন জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয়।

বাবুল এর আগেও সাংসদ ছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনও করেছেন। মুনমুনকে ১,৯৭,৬৩৭ ভোটে হারিয়েছেন বাবুল।
রাজনীতির আঙিনায় নতুন নয় শতাব্দী রায়। বীরভূম থেকে আগেও দু’বার জিতেছেন টালিউডের এই অভিনেত্রী। জয়ের হ্যাটট্রিক করলেন তিনি। তৃণমূল কংগ্রেসের হয়ে এ বছরও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা দুধকুমার মণ্ডলকে পরাজিত করলেন ৮৮,৯২৪ ভোটে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top