জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দুইজনকে অস্ত্র ও রাউন্ড গুলিসহ সদর উপজেলার সায়দাবাদ থেকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সায়দাবাদ ইউনিয়নের সারুটিয়া মাদ্রাসা মোড় থেকে একটি ওয়ান শাটার গান ও ২ রাউন্ড গুলিসহ জাকারিয়া হোসেন জাক্কু (৩৮) এবং রাশেদুল ইসলাম সেতু (২৩) নামের দুইজনকে আটক করা হয়।
আটককৃত জাকারিয়া হোসেন জাক্কু বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও রাশেদুল ইসলাম সেতু একই এলাকার কান্দাপাড়া গ্রামের মৃত জুয়েল রানার ছেলে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমূল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সায়দাবাদ ইউনিয়নের সারুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শাটার গান ও ২ রাউন্ড গুলিসহ জাক্কু এবং সেতুকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, জাক্কুর নামে ৭টি ও সেতুর নামে ৯টি অস্ত্র, মাদক, বিস্ফোরণ ও ডাকাতির মামলা আছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।